হেনা মমো : সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বায়ান্নটি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। তবে প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি খুব কম ছিল।
মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গণী ওসমানীর জন্মভূমিকে নিয়ে গঠিত এই উপজেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০১৪ সালে। ভোটার ১ লাখ ২৯ হাজার ৮৫৭ জন। প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের একজন বিদ্রোহীও ছিলেন।
ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। মাঝে মধ্যে কোন কোন কেন্দ্রে একজন ভোটারও দেখা যায়নি। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবসর সময় কাটাতে হয়। তবে উপস্থিত ভোটারদের মধ্যে নারীর সংখ্যাই বেশি ছিল।
অনেকে বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সর্মথকদের সংঘর্ষে ২ জন নিহত হবার কারণে ভোটাররা ভোটকেন্দ্রে আসার ভরসা পাননি; কিন্তু যে কালনিরচর এলাকায় এ ঘটনা ঘটে, সেই এলাকার ভোটাররা বিশেষ করে সেখানকার নারীরা বেশি সংখ্যায় ভোট প্রদান করেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল খুবই তৎপর। আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি ছিল র্যাব ও বিজিবির টহল। সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান নির্বাচনী এলাকা পরিদর্শন করেন।
ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, নির্বাচনী পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। জানালেন, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন।
Leave a Reply