সুনামগঞ্জ প্রতিনিধি : মরমী সাধক প্রতাপ রঞ্জন তালুকদারের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে দুদিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শনিবার সকালে প্রয়াত এই মরমী সাধকের বাড়ির পাশের মাঠে দু প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উদযাপন কমিটি ও শান্তিগঞ্জ উপজেলা প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদের সভাপতি জয়ন্ত তালুকদার পুল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তহুর আলী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো লুৎফুর রহমান জায়গীরদার খোকন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, যুগ্মসাধারণ সম্পাদক মো মাসুক মিয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক বাহার, প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উদযাপন কমিটির সভাপতি, ইউপি মেম্বার মো মছরু মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, শুভেন্দু শেখর দাস ও প্রতাপ রঞ্জন তালুকদারের ছেলে প্রসেজিৎ তালুকদার।
মরমী সাধক প্রতাপ রঞ্জন তালুকদার ৮ শতাধিক ধামাইল গান লিখে গেছেন।
Leave a Reply