জগন্নাথপুর প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারো সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শান্তিগঞ্জ থানা প্রাঙ্গণে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়াকালে জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়, বিশেষ করে বাসাবাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে ফায়ারসার্ভিস কর্মীরা বাস্তবধর্মী প্রশিক্ষণ দেন।
এছাড়াও মহড়ায় থানার পুলিশ সদস্য ও সাধারণ মানুষকে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কৌশল শেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার স্টেশনের সাব-অফিসার মজনু মিয়া, থানার এসআই আলাউদ্দিন ও মনিরুজ্জামান।
Leave a Reply