বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের এক নারী মেম্বার একলাখ টাকা চাঁদা না দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
শনিবার, ১৯ আগস্ট দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণিতে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন জয়কলস ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য তৈয়বুন নেছা।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ওয়ার্ডে কর্মসৃজন প্রকল্পের আওতায় শিবপুর গ্রামের কাঁচা মিয়ার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তায় মাটি ভরাটের কাজ পান তিনি। সময়মতো প্রকল্পের কাজ সম্পন্নও করেন; কিন্তু শিবপুর গ্রামের জসিম উদ্দিন, মঈনুদ্দিন ও রুবেল সহ কয়েকজন তার নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে হত্যার এবং তিনি কিভাবে কাজের বিল পান তা দেখে নেবে বলে হুমকি দেয়।
এ ঘটনায় গত ১৩ জুন নারী মেম্বার তৈয়বুন নেছা জানমালের নিরাপত্তা চেয়ে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply