সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের ১১ মেম্বার চেয়ারম্যান মাসুক মিয়ার স্বেচ্ছাচারিতা, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনাস্থা জ্ঞাপনসহ লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার সকালে ইউপি মেম্বাররা শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত ১০ মাসে মেম্বারদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে সরকারি প্রকল্প বাস্তবায়নসহ সকল কার্যক্রম পরিচালনা করে অনিময়-দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
অভিযোগ করা হয়, ২০২১-২২ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে ৬ নম্বর পিআইসির সভাপতি হিসেবে সংরক্ষিত মহিলা সদস্য কোহিনূর বেগম চিকারকান্দি-আগারবাড়ির রাস্তা হতে বেড়িবাঁধের মুখ পর্যন্ত ৩২ জন শ্রমিক দিয়ে বরাদ্দকৃত ৫ লাখ ১২ হাজার টাকার মাটির কাজ সম্পন্ন করেন; কিন্তু চেয়ারম্যান পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়েই টাকা তুলে আত্মসাৎ করেন।
আরও অভিযোগ করা হয়, চেয়ারম্যানের নিকট টাকা তোলার বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে মেম্বারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন।
এছাড়াও ২০২১-২২ অর্থবছরে ইউনিয়নের অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ৮টি সেলাই মেশিন ও ২০২২-২৩ অর্থবছরে ইউনিসেফ থেকে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি নলকূপ ও ৫টি ল্যাট্রিন বরাদ্দ মেলে; কিন্তু চেয়ারম্যান এগুলো কোথায় কাকে দিয়েছেন সে বিষয়টি মেম্বারগণ জানেন না বলেও অভিযোগ করা হয়েছে।
গত ২৭ অক্টোবর ১১ মেম্বার চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে ও অপসারণ দাবি করে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেম্বার মো সাদেক মিয়া, মো আমীর আলী, জাহাঙ্গীর আলম, মো ছালিক আহমদ, রূপন মিয়া, মো জাহিদুল ইসলাম, মো ওমর ফারুক, কোহিনূর বেগম, ছুরতুন নেছা ও রওশন আরা।
Leave a Reply