নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনে জালিয়াতির অভিযোগ করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার বগলারখাড়া গ্রামের মো সাবাজ মিয়া এ অভিযোগ করেন।
তিনি বলেন, গত ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে প্রদত্ত ৯ ভোটের মধ্যে তিনি ৫ ভোট পাওয়ায় প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ তাকে বিজয়ী ঘোষণা করেন; কিন্তু এর পরপরই জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে তার একটি ভোট বাতিল ঘোষণা করিয়ে দুই প্রার্থীর ভোট সমান বলে নিজেই লটারি করেন। এই লটারির মাধ্যমে পরাজিত প্রার্থী খসরুজ্জামান পাভেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
মো সাবাজ মিয়া আরও বলেন, প্রিসাইডিং অফিসার ৯টি বৈধ ব্যালট পেপার প্রার্থীদেরকে সত্যায়িত করে দেন। অর্থাৎ কোনো ব্যালট পেপার বাতিল হয়নি। এ বিষয়ে ৬ জুন সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানালে তিনি তদন্তপূর্বক প্রতিবেদন দিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
এছাড়া বিস্তারিত বর্ণনা দিয়ে ১৩ জুন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট আরেকটি আবেদন করা হয়।
এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম গত ১৫ জুন জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মন্তব্য করেন, নির্বাচনে খসরুজ্জামান পাভেল ৪ ভোট ও মো সাবাজ মিয়া ৫ ভোট পান। প্রিসাইডিং অফিসার ১টি ভোট বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। তাই নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো সাবাজ মিয়াকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা উচিত।
এই জালিয়াতির সঙ্গে সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যান, জেলা প্রশাসক, শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জড়িত অভিযোগ করে মো সাবাজ মিয়া সকলের শাস্তি এবং এ অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনে বিজয়ী প্রার্থীকে দিয়ে কমিটি অনুমোদনের দাবি জানান।
তিনি বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমাণ্ড সভাপতি মো ওবায়দুর রহমান কুবাছ এবং নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোশারফ হোসেন জাকিরও উপস্থিত ছিলেন।
Leave a Reply