সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলাবাজারে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন।
এলাকার লোকজন জানান, রবিবার বিকেলে টাইলাবাজারে একটি কুকুরের বাচ্চা নিয়ে কয়েক শিশুর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাত ৮টার দিকে টাইলা গ্রামের ১৯/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টাইলাবাজার সংলগ্ন মৃত সুখময় দাসের ৪ ছেলের বাড়িঘরে হামলা চালায়।
এতে সুখময় দাসের বড় ছেলে সুধারঞ্জন দাস, সুজিত দাস, পরিমল দাস ও সুরঞ্জিত দাস গুরুতর আহত হন। হামলাকারীরা সুধারঞ্জন দাসের ঘর থেকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলেও দাবি করা হয়েছে।
সুধারঞ্জন দাসকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো খালেদ চৌধুরী জানান, পুলিশের দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply