সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে শীতার্তদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী হাফেজ মাওলানা আফসারুল হকের সৌজন্যে চাদর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করেন, বৈদেশিক সংবাদদাতা সমিতি, সিলেট-ওকাস সভাপতি সাংবাদিক খালেদ আহমদ।
উজানীগাঁও গ্রামের আমিনূর রশিদ কয়েছের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণকালে সাবেক পুলিশ সদস্য মো বশির উদ্দিন, বাউল কুদ্দুস মিয়া, জানিউর রশিদ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply