সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আগামী ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিতব্য শানে রিসালত মহাসম্মেলন সফলের লক্ষ্যে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা পর্যায়ে মতবিনিময় ও গণসংযোগ শুরু হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রবিবার সিলেটের জকিগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা
রবিবার সকালে জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা মিলনায়তনে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া কারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মো ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো কুতবুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস প্রধান মাওলানা জিল্লুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আল ইসলাহর সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা সহসভাপতি মাওলানা মো ইমাদ উদ্দিন, মাওলানা ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন সিদ্দিকী, জকিগঞ্জ উপজেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ফদলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুল বাসিত, কানাইঘাট উপজেলা ক্বরী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল আহাদ, জকিগঞ্জ ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মো আব্দুল কুদ্দুছ, তালামীযে ইসলামিয়ার সভাপতি আবু ছায়িদ মো আশিক, কানাইঘাট উপজেলা সহসভাপতি আহমদ নাইম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, কানাইঘাট উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমদ, জকিগঞ্জ উপজেলা সহসাধারণ সম্পাদক মো আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো সাদিকুর রহমান, কানাইঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক মো খলিলুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply