ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খান। সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছবির শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ। পরে সেই গৃহবধূসহ পুরো পরিবার শাকিব খানের সঙ্গে দেখা করতে পেরেছিলেন।
এবার তারা দেখছেন শাকিবের পুরো সিনেমাটি। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে জামালপুরে। জেলার একমাত্র নিয়মিত সিনেমা হল মেলান্দহের আশা সিনেমা হল। সেখানে মুক্তি পেয়েছে ছবিটি।
আশা সিনেমা হল ছাড়াও ছবিটি বিশেষ উপায়ে মুক্তি দেওয়া হয়েছে জামালপুর সদরে শিল্পকলা নতুন অডিটোরিয়াম ভবন (শীততাপ নিয়ন্ত্রিত), ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত) ও মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়ামে (শীততাপ নিয়ন্ত্রিত)। সবগুলোতেই প্রথম শো ছিল হাউজফুল। খুব উৎসাহ নিয়ে দর্শকরা সিনেমা দেখতে আসছেন।
ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন সবগুলো শো ছিল হাউজফুল। শাকিব-পূজা জুটি সবার মন ছুঁয়েছে। সবগুলো হলে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরিচালক সূত্রে জানা যায়, শুক্রবার জামালপুরের হলগুলোতে বিভিন্ন প্রদর্শনীর সময় নায়িকা পূজাসহ ‘গলুই’ টিম হাজির থাকবে।
জামালপুর ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ছিল হাউজফুল। স্টার সিনেপ্লেক্সের অন্য শাখাগুলোতেও উপচেপড়া ভিড় ছিল।
এদিকে সাভারের সেনা অডিটোরিয়ামেও ছিল হাউজফুল শো। সেখানে সন্ধ্যার শো চলাকালীন হাজির হন নায়িকা পূজা চেরী ও পরিচালক এস এ হক অলিকসহ ‘গলুই’ টিমের অনেকে। এ সময় তারা দর্শকের সঙ্গে মতবিনিময়ও করেন।
দর্শকরা নায়িকা পূজাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তারা শাকিব খানকে মিস করছেন। তবে প্রিয় নায়কের ছবি দেখতে মিস করেননি। শাকিব-পূজার রসায়ন তাদের মুগ্ধ করেছে বলেও চিৎকার করে জানান দেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply