নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার আনন্দ খেলাঘর আসরের ৩৭ তম শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।
শুক্র ও শনিবার সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং শাহপরান সরকারি কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, শিক্ষাবিদ ড কবির চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন ও প্রধান সম্পাদক আল আজাদ এবং শহীদ সোলেমান হোসেনের ছোটভাই বোরহান হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরীক্ষা নিয়ন্ত্রক আফজাল আহমদ আফতাব জানান, অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply