করোনা রোগী ও তাদের সেবাদানে নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অক্সি ফ্লু মিটার, রিব্রেথার মাস্ক ও সার্জিক্যাল মাস্ক ইত্যাদি দেওয়া হয়েছে।
এসসিসিআই কোভিড সহায়তা ফান্ড থেকে সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে এসসিসিআইর পক্ষ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের নিকট সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন সংগঠনের সভাপতি আবু তাহের মো শোয়েব ও সহ সভাপতি, এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার এই সহায়তার জন্য সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
Leave a Reply