নিজস্ব প্রতিবেদক : ২৪ সেপ্টেম্বর শহীদ মুুনির-তপন-জুয়েল দিবস। ১৯৮৮ সালের এদিনে সিলেট মহানগরীতে জামাত-শিবির চক্রের সশস্ত্র হামলায় শহীদ হন জাসদ সমর্থিত ছাত্রলীগ কর্মী এনামুল হক জুয়েল। গুরুতর আহত হন একই সংগঠনের নেতা মুনির-ই-কিবরিয়া চৌধুরী ও তপনজ্যোতি দে পুলক সহ ৩৫ জন। পরে মুনির-তপনও শাহাদত বরণ করেন।
মুুনির-তপন-জুয়েলের ৩০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। ছাত্রলীগ জেলা শাখার উদ্যোগে বিকাল ৩টায় কোর্ট পয়েন্ট থেকে বের করা হবে মিছিল। এছাড়া সন্ধ্যা সোয়া ৬টায় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চার উদ্যোগে আলোর মিছিল বের করা হবে।
Leave a Reply