সুনামগঞ্জ প্রতিনিধি : শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করেছেন।
শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদমিনারে এ কর্মসূচি পালন করা হয়। এর শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাডভোকেট আসাদুল্লাহ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া ও আওয়ামী লীগ নেতা ইয়াকুব বখত বহলুল।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
Leave a Reply