যথাযথ মর্যাদায় সিলেট সিটি কর্পোরেশন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।
দিনটি উপলক্ষ্যে বুধবার সকালে মহানগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো আজম খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply