NATIONAL

Prime Minister Sheikh Hasina has said that no tolerance will be shown if incidents like 2013-14 arson, inhumanity and brutality occur before the next national election in the name of agitation || প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনের নামে আগামী জাতীয় নির্বাচনের আগে ২০১৩-১৪ সালের মতো অগ্নিসংযোগ, অমানবিক ও নৃশংসতার মতো ঘটনা ঘটালে কোনো সহনশীলতা দেখানো হবেনা

 
সংবাদ সংক্ষেপ
গোয়াইনঘাটে ৯৯ বস্তা ভারতীয় চিনি ও ২টি পিকআপসহ ২ জন গ্রেফতার পূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে কঠোর হস্তে দমন করা হবে : পুলিশ সুপার আলীমুল এহছান চৌধুরী ও আতাউল করিমকে সিলেট চেম্বারের অভিনন্দন জৈন্তাপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ পেশাদার চোর গ্রেফতার শাল্লায় বীর মুক্তিযোদ্ধা সোমচাঁদ দাসের পরলোকগমন সরাইলে ৭৬ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বানে এমপি শামীমার নেতৃত্বে সুনামগঞ্জে নৌযাত্রা সুনামগঞ্জ-৪ আসনে যুবমহিলা লীগ সভাপতিকে মনোনয়ন দেওয়ার দাবি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলেন আতাউল করিম সেলিম ওসমানীনগরে ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ || গ্রেফতার একজন গোলাপগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের বিনাশ্রম কারাদণ্ড ভূমিকম্প সতর্কতায় বিল্ডিং কোড শতভাগ অনুসরণ করতে হবে : বিভাগীয় কমিশনার সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড সিলেটে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস জাফলং ইসিএ এলাকায় টাস্কফোর্স অভিযানে দেড়লাখ টাকা জরিমানা আদায় সিকৃবিতে ১১১টি দেশের চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সর্বস্তরের মানুষ মহানগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শহীদ ডা শামসুদ্দিন আহমদ, শহীদ লে ক জিয়াউর রহমান, ডা শ্যামল কান্তি লালা, শহীদ কোরবান আলী ও শহীদ মাহমুদুর রহমান সহ নাম না জানা শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। আসেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এসেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই একের পর এক শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যান্য বছরের চেয়ে এবার বেশি সংখ্যক মানুষকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।
এছাড়া বিভিন্ন সংগঠন আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সিলেটে শহীদ বৃদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, বাসদ (মার্কসবাদী), বাসদ, ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, সেক্টর কমান্ডারস ফোরাম, সিলেট সিটি করপোরেশন, ছাত্রলীগ জেলা, মহানগর ও মদনমোহন কলেজ শাখা, ছাত্রদল জেলা ও মহানগর শাখা, ছাত্র ইউনিয়ন, মহিলা আওয়ামী লীগ জেলা শাখা, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা, স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখা, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালস্ট অ্যাসোসিয়েশন-ইমজা, মানবাধিকার সাংবাদিক কমিশন, দৈনিক সমকাল, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয়তবাদী সাংস্কৃতিক সংস্থা, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর জেলা কমিটি, তাঁতি লীগ জেলা ও মহানগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ও মহানগর, মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ড, শহীদদের পরিবারবর্গ, সিলেট বিভাগ গণদাবি পরিষদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সুরমা বয়েজ ক্লাব, বাংলাদেশ দুর্নীতি মুক্তকরণ ফোরাম, সম্মিলিত সামাজিক আন্দোলন এবং নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

সংবাদ অনুসন্ধান

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest