নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে সেই মেধাবী সন্তানদের, যাদেরকে স্বাধীনতার ঊষালগ্নে পাকিস্তানি হানাদার সেনা এবং আল বদর, আল শামস ও রাজাকাররা হত্যা করেছিল।
দিনটি উপলক্ষে সকাল ৮টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে সিলেট মহানগরীর চৌহাট্টায় শহীদ বদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে।
শহীদ বৃদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply