নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি গভীর শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে। ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে প্রতিটি স্মৃতিসৌধে। শপথ নিয়েছে, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক চক্রকে প্রতিহত করে দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনাধারায় এগিয়ে নিতে। এছাড়াও নানা কর্মসূচি পালিত হচ্ছে।
সিলেটে শুক্রবার সকালে মহানগরীর চৌহাট্টায় শহীদ ডা শামসুদ্দিন আহমদ ও শহীদ ডা শ্যামল চন্দ্র লালার স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সিলেট সিটি করপোরেশন, প্রেসক্লাব ও ইমজা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply