নিজস্ব প্রতিবেদক : একাত্তরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) কর্তব্যরত অবস্থায় বর্বর পাকিস্তানিদের হাতে শহীদ ডা শামসুদ্দিন আহমদ, ডা শ্যামলকান্তি লালা, সেবক মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কুরবান আলীর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতি বছরের মতো এবারও নাগরিক মৈত্রী সিলেট কর্মসূচি গ্রহণ করেছে ।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর ২টায় মহানগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণ থেকে শোকযাত্রা বেরা করা হবে। শোকযাত্রাটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গিয়ে শেষ হবে।
পরে সেখানে স্থাপিত শহীদ ডা শামসুদ্দিন আহমদের প্রতিকৃতিতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
নাগরিক মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন।
Leave a Reply