সোমবার (২৭ নভেম্বর) শহীদ ডা শামসুল আলম মিলন দিবস।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জাসদ নেতা ডা শামসুল আলম মিলন।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করতে সিলেট জেলা ও মহানগর জাসদ সোমবার বিকাল ৫টায় নজরুল একাডেমী মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে। এতে জাসদ ও এর সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply