শহীদ ডা জামিল আক্তার রতনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে মহানগরীর ধোপাদিঘির পূর্বপারে একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দীনবন্ধু পালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জেলা আহবায়ক অ্যাডভোকেট আনসার খান, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য, জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী ও দপ্তর সম্পাদক আজিজুল হক খোকন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু মিত্র, অজিত দেবনাথ, সদস্য কাজী আলফাজ হোসেন, মিলন উরাও, জেলা যুব মৈত্রীর সভাপতি আব্দুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দার আলী বলেন, বাংলাদেশের প্রগতিশীল ছাত্র রাজনীতি ও সাম্রাজ্যবাদ-মৌলবাদ-সাম্প্রদায়িকতা-সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনের ইতিহাসে ৩১ মে এক কলঙ্কজনক অধ্যায়। একাত্তরের মুক্তিসংগ্রামের মাধ্যমে পাকিস্তানের সামরিক ও ধর্মীয় সাম্প্রদায়িক ভাবাদর্শের বিপরীতে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশের বুকে ১৯৮৮ সালের এদিনে নতুন করে মরণ কামড় বসায় একাত্তরে পাকিস্তানের পক্ষ নেওয়া একাত্তরের স্বাধীনতা সংগ্রামের বিরোধীতাকারী যুদ্ধাপরাধী চক্র। তাদের প্রশিক্ষিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনী প্রকাশ্য দিবালোকে ৩০-৩৫ জন শিক্ষকের সম্মুখে কুপিয়ে কুপিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের মেধাবী ছাত্র ডা জামিল আকতার রতনকে খুন করে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply