সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে ‘শহীদ গাজীর স্বীকৃতি চাই’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার সকালে আয়োজিত অনুুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠক কায়েস চেীধুরী। প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার ইউনিটি উপজেলা শাখার সভাপতি শাহ নূরুল করিম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি জহিরুল ইসলাম লাল, উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুল ইসলাম ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ‘শহীদ গাজীর স্বীকৃতি চাই’ বইয়ের প্রকাশক আবুল কাশেম আকমল। পরিচালনায় ছিলেন, মানবাধিকার সংগঠক গোলাম সারোয়ার।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রানীগঞ্জ সিনিয়র মাদরাসার ছাত্র জুয়েল আহমদ টিপু। আরো বক্তব্য রাখেন, রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা অতিন্দ্র সূত্রধর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা ছদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহীর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান আখলই, দৈনিক ভোরের ডাক ও দৈনিক জালালাবাদের জগন্নাথপুর প্রতিনিধি আলী আছগর ইমন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান সাফি তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিটু, কবি জামাল শহিদ প্রমুখ।
পরে সদ্য প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মজমিল মিয়ার রুহের মাগফিরাত করা করে মোনাজাত করা হয়।
Leave a Reply