জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐতিহাসিক গণআদালত গঠন ও গণআন্দোলনের অন্যতম পুরোধা শহীদ কাজী আরেফ আহমেদ হত্যা দিবস উপলক্ষে সিলেটে জাসদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুরে জাসদের সন্ত্রাসবিরোধী জনসভা মঞ্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ, সমাজতান্ত্রিক বিপ্লবী গণআন্দোলনের নেতা, সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, সাম্প্রদায়িকতা বিরোধী গণআন্দোলনের নেতা কাজী আরেফ আহমেদ সহ কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদের এককালীন চেয়ারম্যান ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসমাইল হোসেন তপসের ও শমসের মন্ডলকে হত্যা করে।
জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমী মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জাসদের জেলা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক কমরেড আবু জাফর, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য ও মহানগর দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী।
সভাপতির বক্তব্যে লোকমান আহমদ বলেন, কাজী আরেফ ও তার সহযোগীদের হত্যা একটি সুস্পষ্ট রাজনৈতিক হত্যাকাণ্ড; কিন্তু সেই খুনিচক্র এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে দেশে অনির্বাচিত সরকার-তালেবানি সরকার আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
স্মরণসভার আগে শহীদ কাজী আরেফ আহমদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply