খুব শীঘ্রই প্রচারের জন্য আসছে শহিদ আলমগীরের ধারাবাহিক নাটক ‘জোসনা করেছে আড়ি’।
ধারাবাহিক এই নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাসুম আজিজ ও নজরুল কোরেশী। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, মাসুম আজিজ, রাফিক উল্লাহ সেলিম, কাজী উজ্জ্বল, সাবিহা, কল্যাণ কোরাইয়া, জয়রাজ, ম আ সালাম, ইকবাল, আশরাফ কবির, মৌটুসী বিশ্বাস, প্রিয়া বিপাশা, নাফিসা কামাল ঝুমুর, সাদিয়া আফরিন, মিশু চৌধুরী এবং শহিদ আলমগীর প্রমূখ।
নাটকটি প্রযোজনা করেছে একিউরেট।
Leave a Reply