সিলেট শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইর্শাদ আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ইর্শাদ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে এ স্মরণসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড একেএম আব্দুল মোমেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
Leave a Reply