সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির এক মতবিনিময় সভা শনিবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুসার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রধান শিক্ষক নূরুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মো জিল্লুর রহমান।
তিনি আশ্বাস দেন, ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি বিজয় কুমার দে ও মো রুহুল আমীন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রিংকো রাণী দেব, অভিভাবক সদস্য অভীন্দ্র সূত্রধর, মো বখতিয়ার হোসেন, মো মাহমুদ আলী ও শেখ সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লক্ষী রাণী সূত্রধর প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply