সাংস্কৃতিক প্রতিবেদক : ঋতু বৈচিত্রের বাংলাদেশে শরৎকাল উপলক্ষে আবৃত্তি সংগঠন শ্রুতি সিলেটের উদ্যোগে শরতোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মহানগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বিকেল ৩টা থেকে ৩ ঘণ্টার এই ঋতুভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা একক ও সমবেত কণ্ঠে শরতের গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো আরশ আলী, আল-আজাদ ও এনামুল মুনীর সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সুকান্ত গুপ্ত ও সুমন্ত গুপ্ত।
Leave a Reply