বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি আমলে দুর্নীতিতে বাংলাদেশ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে সেই কলঙ্ক দূর করেছে শেখ হাসিনার সরকার। দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কাওছার আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী ও রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
Leave a Reply