নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার রাত ২টায় শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম বাদি হয়ে সিলেট কোতয়ালি থানায় অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামি দিয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছে বলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ জানিয়েছেন।
অন্যদিকে এই হামলার দায়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে সংগঠনের সাবেক সভাপতি আবু সরকার সহ ২০ জন সদস্যকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply