নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে একদল পরিবহণ শ্রমিক হামলা চালিয়ে ভাংচুর করেছে।
এ সময় শফিকুর রহমান চৌধুরীও আহত হন। তবে তা গুরুতর নয়।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির সদর দফতরে পরিবহণ ধর্মঘট সংক্রান্ত সমঝোতা বৈঠকে অংশগ্রহণ শেষে শনিবার বিকেল পৌণে ৩টার দিকে শফিকুর রহমান চৌধুরী দক্ষিণ সুরমার দিকে যাবার পথে মেন্দিবাগ পয়েন্টের কাছে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।
জেলা যুবলীগ নেতারা এ হামলার তীব্র নিন্দা করেছেন।
Leave a Reply