নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক বাংলাদেশের গর্ব হাসান শাহরিয়ার আর নেই।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দেশের এই কৃতি সন্তান শেষনিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘ কর্মজীবনে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাব ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুতে দেশে ও বিদেশে গণমাধ্যম জগতে শোকের ছায়া নেমে এসেছে।
এই কীর্তিমান সাংবাদিক স্মরণে সিলটিভি রবিবার রাত ৯টায় একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
Leave a Reply