নিজস্ব প্রতিবেদক : সিলেটে জাতীয় পার্টির সমাবেশ শনিবার। এতে যোগ দিতে আসছেন দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধীদলীয় নেতা ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ সহ ২৫ জন সংসদ সদস্য। বিকেল ৩টায় মহানগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সাবেক মন্ত্রী দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পানি সম্পদমন্ত্রী প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিয়িাম সদস্য কাজি ফিরুজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমদ বাবলু, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, জিয়াউল হক মৃধা ও সালাউদ্দিন মুক্তি সহ বেশ কয়েকজন নেতা এবং অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
হুসেইন মুহম্মদ এরশাদ সহ নেতৃবৃন্দ দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে নেতৃবৃন্দ হজরত শাহজালাল (র) মাজার জিয়ার শেষে রেজিস্ট্রারি মাঠে সমাবেশে যোগদান করবেন।
Leave a Reply