নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার থেকে সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলার খাদিমনগর হাসপাতালে চিকিৎসা শুরু হচ্ছে।
এই হাসপাতালে শয্যা আছে ৩১টি। চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে সরকার থেকে। আর নার্স ও আয়া সহ অন্যান্য জনবল নিয়োগ এবং ওষুধ, খাবার, অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনটেনটেটর সহ অন্যান্য সরঞ্জাম দিচ্ছে সিলেট কিডনি ফাউন্ডেশন।
সিলেট কিডনি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী জানান, একইভাবে পরের সপ্তাহে ৩১ শয্যা বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে ‘করোনা’ চিকিৎসা শুরু হবে।
Leave a Reply