সিলেট জেলার মেলা বা ঘোড়দৌড়ের কথা লিখতে হলে সর্বপ্রথম দেওয়ান হাছন রাজার নামই লিখতে হয়।
রীতিমতো মেলা এবং ঘোড়দৌড়ের প্রবর্তন করেন ইংরেজ রাজকর্মচারীগণ। তবে বর্তমানে যেভাবে চক্কর ঘুরে ঘুরে দৌড় হয় তখন এরূপ ছিলনা। সোজা প্রশস্ত রাস্তার মধ্যেই ঘোড়দৌড় হত এবং রাস্তার দু’ধারে মেলা বা বাজার বসত।
ঘোড়দৌড়ের স্থান ছিল ঈদগা পর্যন্ত প্রায় একমাইল দীর্ঘ স্থান। পরে কাজল হাওরেই চক্কর কাটা স্থানে ঘুরে ঘুরে এক-দু-তিন চক্কর পর্যন্ত ঘোড়া দৌড়াত। প্রায় এক সপ্তাহ পর্যন্ত মেলা বা বাজার বসত এবং ধুমধামে খরিদ বিক্রি চলত জিনিষপত্র।
ডেপুটি কমিশনার পুটিয়ার সাহেবই মেলা কমিটির সভাপতি নিযুক্ত হতেন। সেক্রেটারী, সিভিল সার্জ উড সাহেব। জয়েন্ট সেক্রেটারী, পুলিশ সুপার সি. ডি সাহেব এবং দেওয়ান হাছন রাজা।
রায়-বাহাদুর গিরিশ চন্দ্র রায় এবং খান-বাহাদুর হামিদ বক্ত মজমাদার সাহেব প্রভৃতি গণ্যমান্য জমিদারগণ মেম্বার নিযুক্ত হতেন।
মাহমুদ বক্ত মজমাদার সাহেব নিজেও ইংরেজদের সঙ্গে “পলো” খেলতেন। তবে লটারী ক্লাবের মেম্বার বাংগালীর মধ্যে একমাত্র দেওয়ান হাছন রাজাই ছিলেন।
দেওয়ান হাছন রাজার বহু ঘোড়াই সাহেবদের ঘোড়াকে পরাস্ত করে সুখ্যাত হয়। এর মধ্যে চান্দমাফির নামই ছিল অগ্রগণ্য। চান্দমাফির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মত সাহেবদেরও কোন ঘোড়া ছিল না।
দেওয়ান হাছন রাজা সাহেব ১২৯৬ বাংলায় লাউড়ের পাহাড়ে হাতি-খেদা করেন। এ সময়ই চান্দমাফিকে বাঘে খায়। চান্দমাফি নিহত হওয়ার পর রাজা সাহেব মর্মাহত হয়ে সাময়িকভাবে ঘোড়দৌড় ত্যাগ করেন। গান আছেঃ-
”দেওয়ান হাছান রাজা,
মেলা বসাইয়া রইলা আজব তামেসা।
চান্দমুশকি ঘোড়া ছিল সবের সর্দার,
তার উপরে ছওয়ার হইলা উদাই জমাদার।”
কিছুকাল পর জঙ্গি বাহাদুর ঘোড়া রাজা সাহেবের হস্তগত। এই ঘোড়ার ছওয়ার ছিল এক চক্ষুহীন আলকাছ আলী। আলকাছ সম্পর্কেও একটি গান আছেঃ-
“ওগো লালের মা
আর তুমি আমপাড়া যাইওনা।
আমপাড়া গেলে তোমার
ভাঙবে দাঁতের গোড়া,
পুড়াইবে সুন্দর মুখ
আলকাছ কপাল পোড়া।”
এই জঙ্গি বাহাদুর ভাটরা, করিমগঞ্জ ও হবিগঞ্জ প্রভৃতি স্থানে ঘোড়দৌড়ে জয় লাভ করে বিখ্যাত হয়ে উঠে।
১২৯৯ বাংলায় জঙ্গি বাহাদুরকে নিয়ে রাজা সাহেব ঢাকায় যান। সেখানে নবাব আছান উল্লাহ সাহেবের অপরাজিত দরিয়াবাজকে জঙ্গি বাহাদুর অবলীলায়ই পরাজিত করে বহু টাকা পুরস্কার নিয়া আসে। তবে অল্পকাল পরেই জঙ্গি বাহাদুরের এক বায়ে বাতে ধরে এবং আমুড়ার আরজু মিয়া চৌধুরীর ফেছকুনি ঘোড়ীর হাতেই সর্বপ্রথম বাতধরা জঙ্গি বাহাদুর হার মানতে বাধ্য হয়।
যেদিন জঙ্গি বাহাদুর পরাজিত হয় সেদিনই রাজা সাহেবের পাগলা নিবাসী হিন্দু-ভক্ত কিশোর দাস একটি ঘোড়া নিয়ে এসে রাজা সাহেবকে সেলামী দেয়। এই ঘোড়ার সওয়ার হয় জমির আলী এবং পরদিন এই ঘোড়া ফেছকুনিকে দু’চক্করের দৌড়ে সম্পূর্ণ হার মানায়। রাজা সাহেব এই ঘোড়ার নাম দিলেন খোদ দাদ।
পরের বছর বাগানের সাহেবের অষ্ট্রলিয়ান জেক্ নামক ঘোড়া কাজল হাওরের মেলায় প্রাধান্য লাভ করে। তবে পরের বছর উক্ত জেক্ রাজা সাহেবের বাংলা-বাহাদুরের কাছে পরাজিত হয় (১৩০১ বাংলায়)।
এছাড়া রাজা সাহেবের মুলকি, ইছিয়ারঢরি বিশেষ করে মিটসন নামক ঘোটক ত্রয় প্রসিদ্ধি লাভ করে। এই তিন ঘোড়ার সওয়ারী করত যথাক্রমে মফিজ, জমির ও নারই।
ইহা বলা বাহুল্য যে, দেওয়ান হাছন রাজা সাহেবের ঘোড়ার তুল্য বাংগালী জমিদারের কোন ঘোড়াই ছিলনা।
রাজা সাহেব ঘোড়ার জাতি এবং দোষ বর্ণনা করে “সৌখিন বাহার” নামে একখানি বই লিখে গিয়েছেন।
“সৌখিন বাহার” এ উল্লেখ আছে ঘোড়ার তিনটি প্রধান ছাদ (শুভ চিহ্ন) হইল দেওমন, কন্টি ও পাঁচ কলিয়ান।
দোষ হলঃ-
“আরজল বা একছুম কাচ্চা,
না রাখে জন না রাখে বাচ্চা।”
এছাড়া –
“সিতার পেসানি।’
ঘোড়েকা ফির দাওয়াল,
না রাখে গিরিছকা মাল।
ছাগিন, নাগিন দু’টা থাকলে আরব নয়, একটা থাকলে আরব।”
দেওয়ান হাছন রাজা সাহেবের অন্যতম খানসামা, রামপাশা গ্রামের আমির উদ্দিনের পুত্র ফুরকান উল্লার সাহায্যে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করিয়া লিখিত। লোকটির বয়স ৮৫ বৎসর।
সুনামগঞ্জ থেকে প্রকাশিত পাক্ষিক সুরমা, ৭ম পৃষ্ঠা, ২৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ১৯৬৩।
Leave a Reply