কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলায় লোভাছড়া পাথর কোয়ারি থেকে বৈধভাবে আহরিত পাথর নিলাম প্রক্রিয়া বাতিল করে খাস কালেকশনের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের অনুমতির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও মুলাগুল পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে মুলাগুল নতুন বাজারে মঙ্গলবার এই মানববন্ধনের আয়োজন করে।
এতে পাথর কোয়ারি উন্মুক্ত করে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও অন্যরা।
Leave a Reply