সিলেটে লোগো উন্মোচনের মধ্য দিয়ে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার এক যুগপুর্তি উৎসব ‘অর্জন’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে লোগো উন্মোচন ছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড কামরুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আশরাফুল কবির। স্বাগত বক্তব্য রাখেন, উৎসব পুস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল আলিম শাহ। আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, বিটিভির প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা ও ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী।
উৎসবের দ্বিতীয়দিন শুক্রবার বিকেলে রয়েছে আনন্দ শোভাযাত্রা ও সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply