ক্রীড়াঙ্গন প্রতিবেদক : ভাষাসংগ্রামী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতির সমৃদ্ধির জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। দেশের শাসন ব্যবস্থা যেমন ভালো থাকতে হয়, তেমনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও ভালো থাকতে হয়। খেলাধুলার যতো চর্চা হবে, ততো জাতির উন্নতি হবে।
রবিবার সিলেট সদর উপজেলার বাদাঘাটে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ সংলগ্ন মাঠে সদর উপজেলা স্পোর্টস একাডেমির ২০২০-২৩ সালের পরিচালনা কমিটির অভিষেক ও ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।
সদর উপজেলা স্পোর্টস একাডেমি পরিচালনা কমিটির সভাপতি ইকলাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ওলিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত।
Leave a Reply