নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত লেখক, সংগঠক ও গবেষক শামসুল করিম কয়েস আর নেই।
রবিবার সকাল ৮টায় তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার বাদ আছর হযরত শাহজালাল (র) দরগা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।
শামসুল করিম কয়েস বাংলাদেশ বেতারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুসংবাদ পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা তাকে শেষবারের মতো দেখতে ছুটে যান।
Leave a Reply