নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ মনির হোসাইন বলেছেন, তাদের সংগঠনটি মহান মুক্তিযুদ্ধের চেতনা জনগণের মধ্যে শাণিত করা ও নতুন প্রজন্মকে এই চেতনায় উজ্জীবিত করা, বঙ্গবন্ধুর আদর্শের আলোকে আদর্শিক রাজনীতির চর্চা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০১২ ও ২০১৪১ জনগণের কাছে তুলতে ধরতে দেশে বিদেশে কাজ করবে।
বুধবার দুপুরে সিলেটে একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মনির হোসাইন বলেন, বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন এবং বই প্রকাশ, দেশে শিক্ষা ব্যবস্থার মান ও গুণগত পরিবর্তন সাধন করে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে সাধ্যমতো ভূমিকার রাখা ছাড়াও বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে যুক্তরাজ্যে বিভিন্ন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে জাতির জনকের জন্মশত বার্ষিকী ব্যাপক আয়োজনে উদযাপনে এখন থেকেই শুরু করেছে।
তিনি প্রবাসী মেধাবী বাংলাদেশী নাগরিকদেরকে দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন।
সংবাদ সম্মেলনের পুরো বক্তব্য পরে প্রকাশ করা হবে।
Leave a Reply