সিলেট মহানগরীর স্টেশন রোডে লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির গুণীজন সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান বুধবার সন্ধ্যে ৭টায় মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এতে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো মকন মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিনকে নিজ নিজ কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা থাকবেন, প্যানেল মেয়র মো তৌফিক বক্স লিপন। বিশেষ অতিথি থাকবেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো সাইফুল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান, প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিটি কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো শাহাব উদ্দিন, সিলেট চেম্বারের অন্যতম পরিচালক হুমায়ুন আহমেদ ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জাভেদ আমিন সেলিম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply