সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে পুলিশের উপস্থিতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনায় দলের সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।
বিএনপি নেতৃবৃন্দ দলীয় সকল নেতাকর্মীকে এসব নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর গণসমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানোর আহবান জানান।
জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির কর্মসূচি থেকে বিয়ানীবাজার উপজেলায় একজন, কানাইঘাট উপজেলায় একজন ও ওসমানীনগর উপজেলায় দুই জন নেতাকর্মীকে গ্রেফতারেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply