মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, কর্মীরা যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবেই দল চলবে। ত্যাগী কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগী ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী লুটপাট আর মানুষের উপর খবরদারির রাজনীতি আর চলতে দেবেন না। অনেক বড় বড় সম্রাট গ্রেফতার হয়েছে। সব অপরাধীকে শাস্তির আওতায় আনা হবে।
মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি রহম আলী, আব্দুর রাজ্জাক, জাহেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আলাউদ্দিন, এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম ও মাধব রায়।
Leave a Reply