নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে আন্দাজ হোটেলে আয়োজিত ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অফ দ্যা লিভার-ইনআএসএলের ৩০তম বার্ষিক জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যাললের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বাংলাদেশে লিভার রোগের চিকিৎসায় স্টেমসেল থেরাপি নিয়ে বক্তব্য রেখেছেন।
সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে শনিবার বক্তব্য রাখতে গিয়ে তিনি লিভার ফেইলিউর ও লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেমসেল থেরাপি বিষয়ে বাংলাদেশের চিকিৎসকদের অভিজ্ঞতা তুলে ধরেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার সহযোগীরা ২০১৭ সাল থেকে বাংলাদেশে লিভার ফেইলিউর ও লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেমসেল থেরাপি ব্যবহার করছেন।
এ পর্যন্ত দুই শতাধিক লিভার ফেইলিউর ও লিভার সিরোসিসের রোগী এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে উপকৃত হয়েছেন। এ ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা এ অঞ্চলের অন্যদের চেয়ে অনেক বেশি রয়েছে।
এছাড়া স্টেমসেল বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের ৭টি প্রকাশনা রয়েছে।
এছাড়াও ইন্টার-একাডেমি পার্টনারশিপ বিশ্বের বাছাই করা যে ১২ জন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করে স্টেমসেল বিষয়ে আন্তর্জাতিক বিবৃতি প্রকাশ করেছিল তিনি সেই কমিটিরও অন্যতম সদস্য। বাংলাদেশে ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশে স্টেমসেল ও রিজেনারেটিভ মেডিসিনের ব্যবহার বিষয়ক যে গাইডলাইন প্রণয়ন করেছে তাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply