নিজস্ব প্রতিবেদক : ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন সিলেটের আশরাফ আলী; কিন্তু অধিক রোজগারের আশায় সেদেশে অবস্থান করে ইতালিতে লোক পাঠানো শুরু করেন তিনি। এ নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তাই শেষপর্যন্ত লাশ হয়েই তাকে দেশে ফিরতে হলো।
যুবক আশরাফ আলী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মিরপুর গ্রামের তুরাব আলীর ছেলে। সোমবার তাকে নিজগ্রামে দাফন করা হয়েছে।
সাড়ে ৪ বছর আগে লিবিয়া গিয়েছিলেন আশরাফ আলী। পরে তিনি লিবিয়ায় প্রবাসী বাংলাদেশীদেরকে ইতালি পাঠাতে শুরু করেন।
এ নিয়ে তার সাথে বিরোধ দেখা দেয় একটি দুর্বত্ত চক্রের। এই দুর্বৃত্তরাই ১০ই অক্টোবর তাকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে গুলি করে পালিয়ে যায়। একটি হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর আশরাফ আলী মারা যান।
সকল প্রক্রিয়া শেষে রবিবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আশরাফ আলীর লাশ দেশে ফিরিয়ে আনা হয়।
Leave a Reply