লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার ২০২২-২৩ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় মহানগরীর চৌহাট্টায় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন মাহমুদা সুলতানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন হেলেন আহমেদ, লায়ন সানজিদা খানম ও লায়ন সাকেরা সুলতানা জান্নাত।
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা নতুন প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন সেক্রেটারির দ্বায়িত্ব পান লায়ন সানজিদা খানম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply