সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহেদ মোস্তফার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় ব্যবসায়ী ও এলাকাবাসী এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় ব্যবসায়ীবৃন্দ নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের পক্ষপাতের বিষয়টি তুলে ধরে হাজারো ব্যবসায়ীর স্বার্থে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২০শে অক্টোবরের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার দাবি তুলেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন রাসেল, নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো ওয়ারিছ আলী, মো তজমুল আলী, মো আলা উদ্দিন মেম্বার, রফিক মিয়া, এম এ হক, জুয়েল আহমদ, আতিক মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ।
Leave a Reply