সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের সৈয়দ মকবুল হোসেন মাখনের বাড়িতে সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়ার যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দ মকবুল হোসেন মাখন। বক্তব্য রাখেন আব্দুল ওয়াহাব খোকা খান, ফারুক মিয়া, অ্যাডভোকেট মুহিত হোসেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, অংলকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সমাজসেবী ফালাকুজ্জামান জগলু, রওশন মিয়া, ময়নুল ইসলাম, শাহাব উদ্দিন, আতিকুর রহমান, মানিক মিয়া, কামাল উদ্দিন রাসেল, আব্দুল হাদী, খলিলুর রহমান, বশির মিয়া, গোলাম মোস্তফা কামাল, আলাউদ্দিন মেম্বার, ইকবাল আহমদ ও ইলিয়াস খাঁ।
বৈঠকে সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখনকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির পরবর্তী সভা ১৯শে ডিসেম্বর সকাল ১১টায় সিলাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
Leave a Reply