করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে সহযোগিতার অংশ হিসেবে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার লালাবাজারে যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার এম এ সালামের পক্ষে বিবি ট্রাস্টের উদ্যোগে একশ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালাবাজারের অকিয়ারচর পয়েন্টের মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
লালাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিক আলীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাইমিনুল ইসলাম সোহেল ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো আব্দুর রাজ্জাকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি ও প্রথম যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নোহেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালাবাজার আঞ্চলিক বিএনপির সাংগঠনিক সম্পাদক মো নানু মিয়া।
Leave a Reply