সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মহানগরীর লালদিঘি পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৮ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি আনোয়ারুজ্জামান চৌধুরী হকার্স মার্কেটের বিভিন্ন সমস্যা, যেমন ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ, রাস্তা ও পরিচ্ছন্নতা বিষয়ে অবগত হন।
তিনি এসব সমস্যা সমাধানের উপায় নিয়েও আলোচনা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালদিঘি পুরাতন হকার্স মার্কেট অন্তর্বতীকালীন কমিটির প্রধান নির্বাচন কমিশনার বাবুল মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু। মো শাহজাহান আহমদ ও পাপ্পু মিয়ার যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন হকার্স মার্কেটের অন্তর্বতীকালীন কমিটির নির্বাচন কমিশনার সুমন আহমদ, নাজিম মিয়া, সাবেক সহসভাপতি আবুল খয়ের মিয়া, আনোয়ার মিয়া, সমছু মিয়া, শরিফ মিয়া, কবির মিয়া, ছুবহান মিয়া, মখলিছ মিয়া, জাকারিয়া আহমদ, জুবেদ আহমদ, মুছা মিয়া, মুরাদ মিয়া, জয়নাল মিয়া, মুহিবুল মিয়া, খছরু মিয়া প্রমুখ।
আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী নির্বাচনে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply