বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজীতে সোমবারের সংঘর্ষের ঘটনায় বিশ্বনাথ থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
এতে সদর উপজেলার হাউসা গ্রামের বাসিন্দা মোগলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরও ৪ থেকে ৫শ জনকে। ঘটনার দিন রাতেই এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং ১৭)।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ফলে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ফার্মেসির সামনে গাড়ি রাখার ঘটনাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলা ও বিশ্বনাথ উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের এসআই হাবিবুর রহমান সহ ৭ পুলিশ সদস্য এবং উভয় পক্ষে গুলিবিদ্ধ সহ শতাধিক লোক আহত হন।
শনিবার বিকেলে লামাকাজী বাজার পয়েন্টে ফার্মেসির সামনে অটোরিক্সা রাখা নিয়ে ফার্মেসির মালিক সদর উপজেলার হাউসা গ্রামের আখতার হোসেন ও অটোরিক্সা স্ট্যান্ডের ম্যানেজার বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের আব্দুস শহিদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবারের সংঘর্ষ হয়।
Leave a Reply